ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের জামদানির বিশ্বজুড়ে সুনাম রয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ১৭ জুন ২০১৭ | আপডেট: ১৪:২৯, ২৩ জুন ২০১৭

বিশ্বজুড়ে সুনাম রয়েছে বাংলাদেশের জামদানির। ঈদ সামনে রেখে জাতীয় যাদুঘরে চলছে ১০দিনের জামদানি প্রদর্শনী। ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের আয়োজনে নতুন নতুন ডিজাইনের শাড়ী বিশেষ মূল্য ছাড়ে বিক্রি হলেও খুব একটা ভিড় নেই। তবে, দামি জামদানিও বিক্রি হচ্ছে প্রদর্শনীতে।
জামদানি। ইউনেস্কোর ঘোষনায় হয়েছে ্ওয়ার্ল্ড হেরিটেজের অংশ। যুগে যুগে জামদানি শিল্প হয়ে উঠেছে, হয়েছে বাঙ্গালি নারীর পোষাক সংস্কৃতির ধারক।
কারিগরের হাতের নিপুন ছোয়ায় এক এ্কটি জামদানি ক্রেতাদের কাছে আকর্ষনীয় হয়ে উঠে। ঈদ সামনে রেখে জাতীয় যাদুঘরে চলছে জামদানি প্রদর্শনী। দাম হাতের নাগালে যেমন আছে আবার দামি জামদানিরও অভাব নেই।
প্রদর্শনীতে শাড়ী ছাড়াও স্থান পেয়েছে জামদানি পাঞ্জাবী, ওড়না ও থ্রি-পিস।
ঈদের আগে ভালো মানের জামদানি পেয়ে বেশ খুশি ক্রেতারা।
জামদানি শিল্পকে বাচিয়ে রাখার জন্যই এই প্রয়াস বলে জানিয়েছেন আয়োজকরা।
প্রদর্শনী চলবে ২২জুন পর্যন্ত।প্রদর্শনীর শেষ দিকে বিক্রি ভালো হওয়ার আশা বিক্রেতাদের।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি