ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বাংলাদেশের বস্ত্রখাতে বিনিয়োগে আগ্রহী উজবেকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৯, ২৮ জানুয়ারি ২০১৮

বাংলাদেশের বস্ত্রখাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে উজবেকিস্তান। একই সঙ্গে এদেশে তৈরি পোশাক শিল্পের জন্য ফ্যাব্রিক ও এক্সেসরিজ রপ্তানি করতে চায়। ঢাকা সফররত দেশটির একটি উচ্চ পর্যায়ের সরকারি ও ব্যবসায়ী প্রতিতিধিদল শনিবার বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠককালে এ আগ্রহের কথা জানান।

এ সময় বাংলাদেশের পোশাক শিল্পোদ্যোক্তাদেরও উজবেকিস্তানে বিনিয়োগের আহ্বান জানানো হয়। প্রতিনিধিদলের নেতৃত্বে দেন দেশটির ফার্স্ট ডেপুটি মিনিস্টার অব ইকোনমি মুবিন মিরাজেভ।  বৈঠকে বিজিএমইএ সভাপতি উজবেকিস্তানকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, এখানে বস্ত্র শিল্পের একটি রেডি মার্কেট রয়েছে। তাই উজবেকিস্তানের ব্যবসায়ীরা এখাতে বিনিয়োগ করলে লাভবান হবেন।

মুবিন মিরাজেভ এদেশে বিনিয়েগের আগ্রহের পাশাপাশি এখানকান পোশাক উদ্যোক্তাদের সেখানে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের উদ্যোক্তারা উজবেকিস্তানে বিনিয়োগ করলে তাদেরকে বিনামূল্যে জমি, স্বল্পব্যয়ে বিদুৎ ও গ্যাস সংযোগ দেয়া হবে। এ সময় বিজিএমইএ’র শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরকে/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি