ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

বাংলাদেশের সন্ত্রাসীদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর কোন সম্পর্ক নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৯:২০, ৩১ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:২০, ৩১ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে বাংলাদেশের সন্ত্রাসীদের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সচিবালয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি সারা সুয়েল ও সেদেশের স্বরাষ্ট্র দফতরের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অ্যালান বার্সিনের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ’কথা বলেন। এছাড়া, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা ৩০ বাংলাদেশীকে সেদেশ ফেরত পাঠাবে বলেও জানান মন্ত্রী। hmমানবাধিকার ও জঙ্গি তৎপরতা রোধ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি সারা সুয়েল ও স্বরাষ্ট্র দফতরের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অ্যালান বার্সিনের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠক শেষে নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবদিকদের বলেন, দেশে জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা হয়েছে বলে প্রতিনিধি দলকে জানানো হয়েছে। এ’ছাড়া আন্তর্জাতিক সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের সন্ত্রাসীদের কোনো যোগাযোগ নেই বলেও তাদের জানান মন্ত্রী। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা ৩০ বাংলাদেশীকে সেদেশ ফেরত পাঠাবে বলেও জানানো হয় মন্ত্রীকে। এর আগে অ্যালান বার্সিনের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিমান ও পর্যটন মন্ত্রীর সঙ্গে বৈঠক করে। সেসময় বার্সিন বলেন, আকাশপথের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সঠিক পথেই এগুচ্ছে। এ’ব্যাপারে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করতে চায় বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি