ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বাংলাদেশে মেসির ফ্যানদের উচ্ছ্বাস, ভিডিও শেয়ার করল ফিফা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ২৮ নভেম্বর ২০২২ | আপডেট: ১৭:০২, ২৮ নভেম্বর ২০২২

সৌদি আরবের কাছে হেরে প্রচণ্ড চাপের মুখে ছিলেন লিওনেল মেসি। ওই দিন কারো সঙ্গে তেমন কথাই বলেননি। এমন পরিস্থিতে একেবারে খাদের কিনারায় দাঁড়ানো আর্জেন্টিনাকে শুধুই টেনে তুললেন না, দেখালেন পাহাড় ডিঙানোর স্বপ্নও। 

কাতার বিশ্বকাপে গ্রুপের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে ডু-অর-ডাই ম্যাচে ফের জ্বলে উঠেছিলেন দশ নম্বর জার্সিধারীর পা। বিশ্বমানের এবং অবশ্যই সেই মেসি সুলভ গোলেই বুঝিয়ে দিলেন যে, তিনি অন্য গ্রহের বাসিন্দা। জটলার মধ্যে থেকেও এমন অসাধারণ প্লেসিংয়ে গোল করলেন মেসি, যে বিশ্বমানের গোলকিপার ওচোয়াও থ হয়ে দেখলেন। 

আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচ সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা দেখেছেন। বাংলাদেশেও রয়েছে অগুণিত মেসি ভক্ত। দেশের বিভিন্ন প্রান্তে বড় পর্দায় খেলা দেখছেন হাজার হাজার সমর্থক। তেমনি শনিবারের খেলা বড়পর্দায় দেখার জন্য হাজির হয়েছিলেন অসংখ্যা সমর্থক। মেসি গোল করতেই ওই সময় তারা বাঁধনহারা উচ্ছ্বাসে মেতে ওঠেন। সেই ভাইরাল ভিডিও শেয়ার করেছে খোদ ফিফাই। 

যে লুসেল স্টেডিয়ামে সৌদি আরবের কাছে ১-২ হেরে, আর্জেন্টিনা বিশ্বকাপের অভিযান শুরু করেছিল, সেই অঘটনের লুসেলেই গত শনিবার দুরন্ত প্রত্যাবর্তন করল মেসির আর্জেন্টিনা। মেক্সিকোকে ২-০ গোলে উড়িয়ে, নক-আউটের রাস্তায় অনেকটাই এগিয়ে গেল লিওনেল স্কালোনির শিষ্যরা। 

৬৪ মিনিটে মেসির অসাধারণ প্লেসিংয়ে দুরন্ত গোল দেখে যেমন, সকলেই বলে উঠলেন 'মেসি ম্যাজিক', তেমনই ৮৭ মিনিটে এনজো ফার্নান্ডেজের গোল দেখে চোখ কপালে উঠল। মেসির পাস থেকে দু'জন ডিফেন্ডারকে কাটিয়ে টপ কর্নার দিয়ে যে, গোল এনজো করলেন, তা মনে রাখবে ফুটবলবিশ্ব। ওচোয়ার মতো মহাতারকা গোলরক্ষকও কিছু করতে পারেননি।

 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি