ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেলেন তাসনোভা মাহবুব সালাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১২, ২ নভেম্বর ২০২৪ | আপডেট: ২৩:৩৮, ২ নভেম্বর ২০২৪

বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৪ পেলেন একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও সিওও, তাসনোভা মাহবুব সালাম। শনিবার (২ নভেম্বর) রাজধানীর গুলশানে হোটেল লেক শোর ইন্টারন্যাশনালে এক অনুষ্ঠানে তাঁর হাতে পুরষ্কার তুলে দেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

গণমাধ্যমে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে এই পুরস্কার দেয়া হয়। সফলতার আরেক ধাপ এগিয়ে উচ্ছ্বসিত তাসনোভা মাহবুব সালাম। সবার সহযোগিতাতে এই সাফল্য অর্জন হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি নারীদের সফলতা অর্জনে করণীয় বিষয় নিয়েও কথা বলেন একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও সিওও। চলতি বছর তার রিয়েল স্টেট কোম্পানী টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেড বাংলাদেশের সেরা এবং সফল রিয়েল স্টেট কোম্পানীর পুরস্কার পায়।

এর আগে তিনি ২০২২ সালে এশিয়ান এক্সিলেন্ট অ্যাওয়ার্ড জিতে বলিউড অভিনেত্রী মাধূরী দীক্ষিতের হাত থেকে তা গ্রহণ করেন।

পুরস্কার গ্রহণের পর দেয়া বক্তব্যে তিনি বলেন, আজকে সম্মানিত ও গুণী মানুষদের উপস্থিতিতে একটি সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে এই পুরস্কারের জন্য মনোনীত করার জন্য। এটা আমার জন্য খুবই মর্যাদাপূর্ণ।

একুশে টেলিভিশন প্রসঙ্গে তিনি বলেন, একুশে টেলিভিশন সবসময় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।  আমাদের সম্মানিত চেয়ারম্যানের পরামর্শ ও চিন্তায় আমরা কাজ করে যাচ্ছি, করে যাবো।  আমরা সত্য প্রকাশে কখনও পিছপা হবোনা।  আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করি। নিউজের পাশাপাশি আমরা বিভিন্ন ধরণের অনুষ্ঠান নিয়ে কাজ করে যাচ্ছি।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজনে করে ড্রিম শোবিজ, ফিউচার সাইন বিউটি একাডেমি ও গ্লোবাল ব্র্যান্ডস। এছাড়া ছিল ইভেন্ট সিটি ও  এম আর ফিল্মস। অনুষ্ঠানের  মিডিয়া পার্টনার চ্যানেল আই, অনলাইন পার্টনার স্টার গল্প এবং ভিডিও ও ফটোগ্রাফি পার্টনার ট্রিও ভিজুয়াল। সার্বিক তত্ত্বাবধানে ছিল নতুন ধরা।

তাসনোভা মাহবুব সালাম ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। তারপর ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স করেন। এরপর আইন পড়তে লন্ডন চলে যান তিনি। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে কৃতিত্বের সঙ্গে এলএলবি ও মেরিটাইম ল’র উপর ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি সুইডেন থেকে এলএলএম পাস করেন।

আইনে পড়াশোনা শেষ করে দেশে ফেরেন তাসনোভা মাহবুব সালাম। সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন।

বর্তমানে ব্যবসার পাশাপাশি আইন পেশাতেও নিযুক্ত আছেন তাসনোভা মাহবুব সালাম। দ্যা ল স্কয়ার নামে একটি ল ফার্মে ব্যারিস্টার সাইদুল হক দিনারের সাথে কাজ করছেন তিনি।

তাসনোভা মাহবুব সালাম মরহুম এ কে এম মাহবুব আলমের কনিষ্ঠ কন্যা। মাহবুব আলম বাংলাদেশ ডাক বিভাগের মহাসচিব ছিলেন। এছাড়াও তিনি ছিলেন অত্র বাংলাদেশ ডাক বিভাগের সিবিএ নেতা। 

তাসনোভা মাহবুব সালামের অনুপ্রেরণা বাবা এ কে এম মাহবুবুল আলম, স্বামী একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং পুত্র।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি