ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ ইস্যুতে কর্নাটকের সাবেক উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২২, ৬ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনার প্রসঙ্গ তুলে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ভারতের কর্নাটকের সাবেক উপমুখ্যমন্ত্রী কেএস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা দায়ের করেছে রাজ্য পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইন’র।

সম্প্রতি বাংলাদেশে সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারকে কেন্দ্র করে একজন রাষ্ট্রপক্ষের আইনজীবী হত্যার জেরে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে।

এরই সূত্রে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পাশাপাশি দেশটির জাতীয় পতাকায় আগুন দেয়ার ঘটনাও ঘটছে।

এমনই প্রেক্ষাপটে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী, দলত্যাগী বিজেপি নেতা ঈশ্বরাপ্পা প্রকাশ্যে একটি ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বক্তৃতা করছেন বলে জানিয়েছে পুলিশ। 

অভিযোগ, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), বজরং দল এবং ‘হিন্দু হিতরক্ষা সমিতি’র যৌথ সভায় বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রসঙ্গে বক্তৃতা করতে গিয়ে ঈশ্বরাপ্পা একটি নির্দিষ্ট ধর্মীয় জনগোষ্ঠী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। পাশাপাশি কড়া সমালোচনা করেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। এ  বক্তৃতার একটি ভিডিও ক্লিপ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এরই পরিপ্রেক্ষিতে কর্নাটকের পুলিশ ‘ঘৃণাভাষণের’ অভিযোগে মামলা করেছে ঈশ্বরাপ্পার বিরুদ্ধে। 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি