ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ এখন ভয়ডরহীন এক দল: রোহিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৯, ১৯ মার্চ ২০১৮

নিদাহাস ট্রপির ফাইনালে বাংলাদেশ ভারতের কাছে হেরেছে। অনেকেই এটা নিয়ে সমালোচনা করছেন। কিন্তু ভারতের রোহিত শর্মা বাংলাদেশকে নিয়ে মন্তব্য করলেন, বাংলাদেশ এখন ভয়ডরহীন এক দল। তারা আগের চেয়ে ভালো খেলছেন।

কাল শেষ বলে ছক্কাটা না হলে ভারতজুড়ে তার মুণ্ডুপাত যে হতো না, জোর দিয়ে বলা কঠিন। বাংলাদেশের কাছে হার এখনো ভারতের কেউ মানতে পারে না। আমজনতা থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞ বা মিডিয়া। আর ফাইনালে হার হলে তো ছিল আরেক বিপদ। কিন্তু ড্রেসিংরুমে উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে থাকা রোহিত দেখলেন, ১২ বলে ৩৪ রানের সমীকরণ কী অবিশ্বাস্যভাবে মিলিয়ে দিলেন দিনেশ কার্তিক, খোদ অধিনায়কই যার ওপর আস্থা না রেখে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন বিজয় শংকর নামের অনভিজ্ঞ তরুণকেই!

রোহত কার্তিকের প্রশংসা করছেন, তবে বাংলাদেশকেও প্রাপ্য প্রশংসা দিতে ভোলেননি রোহিত। তিনি বলেন, ‘ওরা ভয়ডরহীন ক্রিকেট খেলে, এটা সব সময়ই ভালো। কখনো কখনো এতে হিতে বিপরীত হয় বটে, যখন সবকিছু আপনার পক্ষে থাকে না। কিন্তু এটাই ওদের ক্রিকেটের ধরন। তারা অবশ্যই দারুণ ভালো একটা দল। গত তিন বছরে আমার দেখেছি ওরা কতটা বদলে গেছে। ওদের বেশ কজন অভিজ্ঞ ক্রিকেটার আছে, যারা উঠতি ক্রিকেটারদের পথ দেখাচ্ছে।’

কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোহিত শেষ ওভার প্রসঙ্গে সৌম্যের পাশেও দাঁড়ালেন, আমরা জানতাম সৌম্য ওদের আসল বোলার নয়। বেশির ভাগ সময় ওকে এক-আধবার ব্যবহার করা হয়েছে। আর শেষের ওভারগুলোতে বল করা কখনোই সহজ নয়। তখন সব সময় বোলারের ওপর চাপ থাকে, ব্যাটসম্যানের ওপর নয়।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি