ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ কি সেমিফাইনালে যাচ্ছে, সমীকরণ কী বলে?

প্রকাশিত : ১৩:৩৮, ২৭ জুন ২০১৯

ইতিমধ্যেই পার হয়ে গেছে চলতি বিশ্বকাপের দুই তৃতীয়াংশ পথ। এ পর্যায়ে এসে টাইগার সমর্থকদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে-বাংলাদেশ কি সেমিফাইনালে যাচ্ছে? প্রশ্নটা সহজ হলেও এর উত্তরটা কিছুটা কঠিনই বটে। তবে উত্তর খুঁজতে করতে হবে কিছু হিসেব-নিকেশ। চলুন দেখা যাক, কি উত্তর পাওয়া যায়!

হিসেব নিকেশ বলছে, সাতটি ও পাঁচটি করে ম্যাচ হেরে চলমান বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই বিদায় ঘণ্টা বেজে গেছে অপেক্ষাকৃত দুর্বল দলের পরিচয় দেয়া আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার। তবে সুখের বিষয় হলো-এখনও পর্যন্ত আলোচনায় আছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে বাংলাদেশ রয়েছে ৫ নম্বরে। সম্ভাব্য চার সেমিফাইনালিস্টের একটি হিসেবে এখনও মাশরাফিদের নাম উচ্চারিত হচ্ছে।

আর তা হবেই না কেন? বুধবার পর্যন্ত ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বাকি সব টিমই সাতটি করে ম্যাচ খেলে ফেলেছে। দশ দলের এই টুর্নামেন্টে ইতিমধ্যে ১২ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

তবে বুধবার পাকিস্তানের কাছে হেরেও সাত খেলায় ১১ পয়েন্ট নিয়ে এখনও সেমির রেসে টিকে আছে নিউজিল্যান্ড। তাদের সামনে রয়েছে আরও দুটি সুযোগ। তা হলো- ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ। বড় ধরনের নাটকীয়তা না ঘটলে সেমির টিকিট পেতে পারে ভারতও।

এ পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে তারা। ভারতের বড় সুবিধা হলো-তাদের হাতে আছে আরো চারটি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে এই চার ম্যাচের মধ্যে দুটি জয় পেলেই তাদের চলে।

এদিকে, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে গেল দুটি ম্যাচ হেরে বেকায়দায় রয়েছে ইংল্যান্ড। সাত ম্যাচে স্বাগতিকদের পয়েন্ট আট। বাকি দুই ম্যাচে ইংলিশদের সামনে রয়েছে ভারত ও নিউজিল্যান্ডের মতো শক্ত প্রতিপক্ষ। সমান ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ইয়ন মর্গানদের ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে মাশরাফিরা। বাংলাদেশের দুটি ম্যাচ বাকি ভারত ও পাকিস্তানের সঙ্গে।

সেক্ষেত্রে সেমিফাইনালের চার নম্বর টিকিটটি বাংলাদেশের বরাতে জুটতেও পারে যদি পরের দুই ম্যাচ ম্যাশ বাহিনী জিতে যায়, পাশাপাশি ইংলিশদের পরাজয় যদি অব্যাহত থাকে। যদি ভারতের সঙ্গে বাংলাদেশ হেরেও যায় তবে শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে টাইগারদের। ম্যাচটি হবে বাংলাদেশের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ।

কারণ আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তান জয় পেলে তাদের পয়েন্ট হবে ৯। আর বাংলাদেশ ভারতের কাছে হেরে পাকিস্তানের সঙ্গে জিতলে মাশরাফিদেরও পয়েন্ট হবে ৯। সেক্ষেত্রে হেড টু হেড ম্যাচে জয়ী দল হিসেবে বাংলাদেশ যাবে সেমিতে। কিন্তু ইংল্যান্ড হারের বৃত্তে আটকে থাকলে আর পাকিস্তান সবগুলো ম্যাচ জিতলে তারা ১১ পয়েন্ট নিয়েই সেমির টিকিট পাবে।

অন্যদিকে ইংল্যান্ড যদি একটি ম্যাচও জিতে যায় তাদের পয়েন্ট হবে ১০। সেক্ষেত্রে বাংলাদেশকে ভারত ও পাকিস্তান উভয় দলকেই হারাতে হবে। তখন বাংলাদেশের পয়েন্ট হবে ১১।

বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হতে পারে আরেক এশিয় জায়ান্ট শ্রীলঙ্কাও। ৬ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কার সামনে আরো তিনটি ম্যাচ আছে- দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের সঙ্গে। এই ম্যাচগুলো থেকে শ্রীলঙ্কা অন্তত দুটি ম্যাচ জিতলেই পাল্টে যাবে সব হিসাব-নিকাশ।

সুতরাং, সব মিলিয়ে বাংলাদেশের পক্ষে সেমিতে যাওয়ার কাজটা একেবারে অসম্ভব না হলেও অনেকটাই কঠিন। বিষয়টা শুধু ম্যাচ জয়ের ওপরই নির্ভর করছে না, নির্ভর করছে ভাগ্যের ওপরও। তাই ভারত ও পাকিস্তানের বিপক্ষে জয়ের পাশাপাশি এখন থেকে ভাগ্যেরও সহায়তা চাইছেন মাশরাফি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি