ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট শেষ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩১, ১৫ সেপ্টেম্বর ২০২২

অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রির হাল নাগাদ চিত্র প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। যাতে চমক দেখিয়েছে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত এই হাল নাগাদ অনুযায়ী, ইতোমধ্যে টুর্নামেন্টের ৫ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে।

এর মধ্যে ২৩ অক্টোবরের হাইভোল্টেজ ভারত-পাকিস্তানের ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। সঙ্গে ২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটও শেষ। 

পাশাপাশি ভারত বনাম প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপ রানার্স-আপ ম্যাচেরও টিকিট শেষ হয়েছে। অতিরিক্ত টিকিট ছাড়া হলে অপেক্ষমাণ তালিকায় থাকা ভক্তরা পরবর্তীতে এই সব ম্যাচের টিকিট কিনতে পারবেন।

আগামী ২২ অক্টোবর এসসিজিতে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ঐ ম্যাচের কিছু টিকিট এখনও বাকী আছে। সঙ্গে ৩০ অক্টোবর পাকিস্তান বনাম প্রথম রাউন্ডের গ্রুপ ‘এ’ রানার্স-আপ, ভারত-দক্ষিণ আফ্রিকা এবং ৩ নভেম্বর পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার ম্যাচের কিছু টিকিট এখনও অবিক্রিত রয়েছে। 

এছাড়া অন্যান্য ম্যাচের বেশিরভাগ টিকিট এখনও অবিক্রিত রয়েছে। যা আইসিসি ওয়েবসাইটে পাওয়া যাবে। 

আগামী ১৬ অক্টোবর থেকে ১৬টি দল নিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। প্রথম রাউন্ডে দু’টি গ্রুপে ভাগ হয়ে আটটি দল খেলবে। দুই গ্রুপ থেকে সেরা চার দল উঠবে সুপার টুয়েলভে। সুপার টুয়েলভে আগের থেকেই নিজেদের জায়গা নিশ্চিত করে রেখেছে সেরা আটটি দল।

এবার সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। ২৪ অক্টোবর প্রথম রাউন্ড থেকে উঠে আসা ‘এ’ গ্রুপের রানার্স-আপ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে টাইগাররা। 

এরপর ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ৩০ অক্টোবর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে, ২ নভেম্বর ভারতের বিপক্ষে এবং ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি