ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের সূচি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ১৮ জুলাই ২০২৩ | আপডেট: ১২:৫৯, ১৮ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

বাংলাদেশের বিপক্ষে সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

চলতি বছরের শেষ মাসে ১৭ ডিসেম্বর ডানেডিনের ইউনিভার্সিটি অব ওটাগো ওভালে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। সিরিজের বাকি দুটি ওয়ানডে হবে ২০ ও ২৩ ডিসেম্বর। 

এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ তিনটি মাঠে গড়াবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর। প্রথম ম্যাচটির ভেন্যু নেপিয়ার। পরের দুটি ম্যাচ হবে তাউরাঙ্গাতে। 

বাংলাদেশের সঙ্গে সফরসূচি ছাড়াও এদিন আরও তিনটি সিরিজের ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। বাংলাদেশের সাথে সিরিজের পরেই টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের মুখোমুখি হবে ব্ল্যাকক্যাপসরা।

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের আগে অবশ্য কিউইরাই বাংলাদেশে আসবে টেস্ট খেলতে। নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের পর পরই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসবে নিউজিল্যান্ড দল। টেস্ট দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি