ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর জন্মদিন

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের ফুলেল শ্রদ্ধা

প্রকাশিত : ১৪:২৫, ১৭ মার্চ ২০১৯

আজ ১৭ মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এই দিনে পৃথিবীতে এসেছিলেন বাঙালি জাতির মুক্তির অগ্রদূত বঙ্গবন্ধু। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন।

আজ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে বাংলাদেশ পুলিশ’র পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

পুস্পস্তবক অর্পণের শেষে সকলে এক মিনিট নিরবতা পালন করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের অন্যান্য সদস্যদবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি