ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে যশোরে ঋণ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৮, ১৩ আগস্ট ২০১৮

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে যশোরে পুণঃঅর্থায়ন তহবিলের আওতায় ১০ টাকা হিসাবধারীদের মধ্যে ঋণ বিতরণের সচেতনতা সৃষ্টি ও প্রকাশ্যে ঋণ বিতরণ কাযক্রম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এ অনুষ্ঠানের আয়োজন করে। ব্র্যাক ব্যাংক লিমিটেড অনুষ্ঠান আয়োজনে সমন্বয়কারীর ভূমিকা পালন করে। সম্মেলনে ব্র্যাংক ব্যাংকসহ যশোর অঞ্চলের ২০টি ব্যাংক ৩৫টি শাখার মাধ্যমে ১০০ জন গ্রাহকের মাঝে ৫০ লাখ টাকা ঋণ বিতরণ করে।

প্রান্তিক, ভূমিহীন কৃষকসহ দরিদ্র সীমার নিচের জনগোষ্ঠীকে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসা এবং ১০ টাকার হিসাব সচল রাখার উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যশোরে ব্র্যাক লার্নিং সেন্টারে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. আবুল বশর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্র্যাক ব্যাংক এর এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন, সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক, খুলনা বিভাগ মোহাম্দ আমীর হোসেন, ব্র্যাক ব্যাংক এর স্মল বিজনেসের প্রধান নজরুল ইসলাম ও অন্যান্য ব্যাংকের ঊধ্বর্তন কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন।

এসএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি