ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বাংলাদেশ ব্যাংকের ডলার চুরির ঘটনায় ক্ষমা চেয়েছে ফিলিপাইনের ব্যাংক

প্রকাশিত : ১৩:০৭, ২৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:০৭, ২৩ মার্চ ২০১৬

বাংলাদেশ ব্যাংকের রির্জাভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় ক্ষমা চেয়েছে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক। একই সাথে নিজেদের অভ্যন্তরিণ নিয়ন্ত্রণ জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ। অপরদিকে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট আরো কঠোর করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।  এর আগে সোমবার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ব্যাংকটির জুপিটার স্ট্রিট শাখার ম্যানেজার মায়া সান্তোস দেগুইতো ও অপর এক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। এদিকে ফিলিপাইনের সংবাদমাধ্যম ইনকোয়ারারকে দেয়া এক সাক্ষাতকাকে সিনেট কমিটির চেয়ারপারসন সার্জে ওসমেনা জানান, আলাদা নিরাপত্তা ব্যবস্থা দেয়ার কথা বললেও মায়া প্রস্তাব গ্রহণ করেনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি