ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংক স্বাভাবিক অবস্থায় নেই, তাই সংস্কার করা হবে- অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৯:৪০, ১৬ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৪৫, ১৬ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংক স্বাভাবিক অবস্থায় নেই, তাই সংস্কার করা হবে বলে জানালেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি আরো বলেন, ১৮ই মার্চ নতুন গভর্নর ফজলে কবীর কাজে যোগ দেয়ার পর দুই ডেপুটি গভর্নর নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। প্রযুক্তি বিশেষজ্ঞ ভারতীয় নাগরিক রাকেশ আস্তানার  কাজের পরিধি কমানো হবে বলেও জানান অর্থমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ঘটনা ফাঁস হওয়ার পর নানা নাটকীয়তার মধ্যে মঙ্গলবার পদত্যাগ করেন গভর্নর ডক্টর আতিউর রহমান। এরই মধ্যে পরবর্তী গভর্নর হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন সাবেক অর্থসচিব ফজলে কবির। সচিবালয়ে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের ভবিষ্যত কার্যক্রম ও শীর্ষ পদে পরিবর্তন নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থমন্ত্রী। জানান, নতুন গভর্নর কাজে যোগ দেয়ার পরই শুরু হবে সংস্কার। দু’জন ডেপুটি গভর্নর নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন করা হচ্ছে বলেও জানান তিনি। কেন্দ্রীয় ব্যাংকে নিয়োগ দেয়া প্রযুক্তি বিশেষজ্ঞ, ভারতীয় নাগরিক রাকেশ আস্তানার কাজের পরিধি কমানোর কথাও বলেন অর্থমন্ত্রী। ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বদল করার বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, উচ্চ পদে আসীন কোনো কর্মকর্তা দায় এড়াতে পারেন না। এদিকে ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে প্রইভেটাইজেশন বোর্ডের সদস্য মো. ইউনুসুর রহমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি