বাংলাদেশ-ভারতের সম্পর্ক জোরদারে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে
প্রকাশিত : ১৬:১৯, ২৮ মে ২০১৮ | আপডেট: ১৮:৩১, ৩১ মে ২০১৮
বাংলাদেশ-ভারত সম্পর্ক শুধু ঐতিহাসিকই নয়, এই সম্পর্ক রক্তের ওপর দাঁড়িয়ে। বাংলাদেশ-ভারতের সম্পর্ক অবিচ্ছেদ্য। গণমাধ্যমের দায়িত্ব দু`দেশের এই সম্পর্ককে জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।
আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ইন্ডিয়ান মিডিয়া করসপন্ডেন্টস এসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত `বাংলাদেশ-ভারত সম্পর্ক: গণমাধ্যমের ভূমিকা` শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় বক্তারা বলেন, সীমান্ত প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক সবসময় সমান তালে চলে না- এটাই স্বাভাবিক। তবে বাংলাদেশ-ভারতের সম্পর্ক অবিচ্ছেদ্য।
সংগঠনের সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপ আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের সভাপতি এবং একুশে টিভির প্রধান সম্পাদক ও সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।
সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক, গবেষক ও মুক্তিযোদ্ধা হারুন হাবীব।
/ এআর /