ঢাকা, বৃহস্পতিবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

চ্যাম্পিয়নস ট্রফি

বাংলাদেশ-ভারত মহারণ: মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ২০ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ বাংলাদেশের যাত্রা শুরু হবে ভারতের বিপক্ষে লড়াই দিয়ে। গেল কয়েক বছরে ভারত-বাংলাদেশ নিয়ে ম্যাচ নিয়ে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। পাক-ভারত উন্মাদনার স্বাদ এখন ভারত-বাংলাদেশ ম্যাচে খুঁজে পান অনেকে। দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনাও মিশে যাচ্ছে ক্রিকেটের এই উত্তাপে। 

বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা। 

ওয়ানডেতে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়েছে মোট ৪১ বার। ৩২ জয়ে বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে আছে ভারত। বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৮ ম্যাচে। একটি ম্যাচে শুধু ফলাফল আসেনি।

নিজেদের মাটিতে ভারত জয় পেয়েছে ৪ ম্যাচে। ঘরের মাঠে বাংলাদেশের জয় ৬ ম্যাচে। ভারতের মাটিতে অ্যাওয়ে ম্যাচে ভারতকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে নিজেদের মাঠে ভারত বাংলাদেশকে হারিয়েছে ১৮ বার।

নিরপেক্ষ ভেন্যুতেও বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে ভারত। ১২ দেখায় ভারত জিতেছে ১০ বার। বাংলাদেশ ভারতকে হারিয়ে মাত্র ২ ম্যাচে।

৫০ ওভারের ফরম্যাটে সাম্প্রতিক সময়ে অবশ্য ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ডটা শান্তদের জন্য আশা জাগানিয়া। শেষ ৫ দেখায় ৩বারই ভারতকে হারানোর স্বাদ পেয়েছে বাংলাদেশ।

সবশেষ দুই দল ওয়ানডে ফরম্যাটে মুখোমুখি হয়েছিল ২০২৩ সালের বিশ্বকাপে। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের সেই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়েছিল ভারত।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি