ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ সফরের কথা নিশ্চিত করলো দ.আফ্রিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ৩০ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

রাজনৈতিক পট পরিবর্তনে দেশের অস্থির অবস্থায় শঙ্কা ছিল ঘরের মাঠের দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই হচ্ছে দক্ষিণ আফ্রিকা সিরিজ।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সফরের কথা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। সিরিজের সূচিও ঘোষণা করা হয়েছে। 

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফ থেকে চার সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দল ঢাকায় এসেছিলেন। তারা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সুযোগ সুবিধাসহ নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন। তাদের রিপোর্টের ওপর ভিত্তি করেই প্রোটিয়া ক্রিকেট বোর্ড সফরের সিদ্ধান্ত নিয়েছে।  

আগামী ১৬ অক্টোবর দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। বিসিবি দুটি টেস্টের জন্য ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে চূড়ান্ত করে রেখেছে। মিরপুরে ২১ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৯ অক্টোবর, চট্টগ্রামে।  ৩ নভেম্বর প্রোটিয়ারা বাংলাদেশ ছেড়ে যাবে।

২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা। সেবার তিন সংস্করণের ক্রিকেট খেললেও এবার কেবল টেস্ট সিরিজ খেলবে দুই দল।

এসবি/  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি