ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ সফরে অজি দলে নতুন মুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৭, ৫ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:৩৩, ৫ আগস্ট ২০১৭

মাস দুয়েক আগেই বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা করা ছিল। ১৩ সদস্যের এই দলে এবার নতুন মুখ অন্তর্ভুক্তি হলো অজি দলে। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা লেগস্পিনার মিচেল সোয়েপসনকে নিয়েই আসছেন স্মিথরা।

প্রায় দশ মাস ধরে চলা বেতন-ভাতা দ্বন্দ্বের অবসান হয়েছে এরই মধ্যে। সংকটের মাঝেই ‘এ’ দল তাদের সাউথ আফ্রিকা সফর বাতিল করে। নির্বাচকরা প্রোটিয়া সফরের স্কোয়াড থেকে পারফরম্যান্স দেখে একজন পেসারকে বেছে নেয়ার কথা ভেবেছিলেন।

সেটি না হলেও বাঁহাতি পেসার মিচেল স্টার্কের জায়গায় পরে একজন স্পিনারকেই বেছে নিল অস্ট্রেলিয়া। দুই স্পিনার অ্যাশটন অ্যাগার এবং নাথান লায়ন আগে থেকেই অজি স্কোয়াডে আছেন।

২৩ বছর বয়সী লেগস্পিনার সোয়েপসন অস্ট্রেলিয়ার গত ভারত সিরিজের দলেও ছিলেন। কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়েই দেশে ফিরতে হয়েছিল সেবার। ১৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৩২.৮২ গড়ে ৪১ উইকেট নিয়েছেন এই তরুণ।

আগামী ১৮ আগস্ট বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া দল। প্রথমে একটি দু’দিনের প্রস্তুতি ম্যাচ এবং পরে দুই টেস্টের সিরিজ খেলবেন স্টিভেন স্মিথরা। প্রথম টেস্টটি শুরু হবে রাজধানীর শের-ই-বাংলা স্টেডিয়ামে ২৭ আগস্ট এবং ৪ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি শুরু হবে।

১৪ সদস্যের অস্ট্রেলিয়া দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, ম্যাথু রেনশ, পিটার হ্যান্ডসকম্ব, ম্যাথু ওয়েড, গ্লেন ম্যাক্সওয়েল, হিল্টন কার্টরাইট, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, জেমস প্যাটিনসন, অ্যাশটন অ্যাগার, নাথান লায়ন ও মিচেল সোয়েপসন।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি