ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ৭ নভেম্বর ২০২৩

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

বিশ্বকাপের মাঝেই বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ শেষে টেস্ট সিরিজ শেষে বাংলাদেশে আসবে কিউইরা। 

আগামী ২১ নভেম্বর নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে। 

আসন্ন সফরে সফরকারীরা দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশের সঙ্গে। ২৮ নভেম্বর সিলেটে শুরু হওয়া টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে এ সফর। শেষ হবে মিরপুরে। ৬ ডিসেম্বর মিরপুরে হবে দ্বিতীয় ও শেষ টেস্টটি।

দলে ফিরেছেন রাচিন রাবিন্দ্র ও গ্লেন ফিলিপস। এবারের বিশ্বকাপে কিউইদের হয়ে প্রথম ব্যাটার হিসেবে এক আসরে তিন সেঞ্চুরি করার কৃতিত্ব গড়লেন রাচিন। এদিকে, বাংলাদেশ সফরকে কেন্দ্র করে মিচেল স্যান্টনারকেও ফেরানো হয়েছে দলে।

নিউজিল্যান্ড টেস্ট দল
টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি