ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলার আবহমান সংস্কৃতি রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৪:৪৬, ১৪ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:৪৬, ১৪ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

বাংলার আবহমান সংস্কৃতি রক্ষার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে নোংরা লেখা বরদাস্ত করা হবে না। গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের সময় এ’কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে নববর্ষের শুভেচ্ছা জানাতে সকালেই দলের নেতাকর্মীরা ভিড় জমান গণভবনে। তবে, এবার কিছুটা সংক্ষিপ্ত ছিলো প্রধানমন্ত্রীর কর্মসূচি। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কয়েকজন নেতা এবং আত্মীয়স্বজনের সঙ্গে অনির্ধারিতভাবে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। নববর্ষ উদযাপন নিয়ে বিভিন্ন কটুক্তির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখারও আহবান জানান তিনি। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লেখা বা তার কারণে কাউকে হত্যা করা সরকার বরদাস্ত করবেনা বলেও হুঁশিয়ার করে দেন প্রধানমন্ত্রী। বাঙালীর চিরায়ত রীতিনীতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যাতে পালিত হয়, সেব্যাপারে সরকার সচেতন বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি