ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলালিংক ও ব্যাংকক এয়ারওয়েজের মধ্যে চুক্তি সই

প্রকাশিত : ১৫:২০, ১১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:২০, ১১ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

banglalinkমোবাইল নেটওয়ার্ক প্রতিষ্ঠান বাংলালিংক এবং ব্যাংকক এয়ারওয়েজের মধ্যে চুক্তি সই হয়েছে। রাজধানীর গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে এই চুক্তি সই হয়। এর ফলে বাংলালিংকের প্রিয়জন গ্রাহকরা চলতি বছরের ২৪শে মার্চ পর্যন্ত ব্যাংকক এয়ারওয়েজের বেজ ফেয়ারের ওপর ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন। ব্যাংকক এয়ারওয়েজ পরিচালিত ফ্লাইটগুলোর বিজনেস ও ইকোনোমি ক্লাসের জন্য প্রযোজ্য হবে এই ডিসকাউন্ট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অব সিবিএম-বিটুসি মার্কেটিং মো. মাহবুবুল আলম ভুইয়া ও ব্যাংকক এয়ারওয়েজের জিএসএ গ্যালাক্সি লিমিটেডের চিফ কমার্শিয়াল কর্মকর্তা রেজাউল আমিন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি