বাইডেনের প্রার্থিতা চ্যালেঞ্জ করলেন নিজ দলের দুই সিনেটর
প্রকাশিত : ১২:২৩, ১১ জুলাই ২০২৪ | আপডেট: ১২:২৯, ১১ জুলাই ২০২৪
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়াতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের ওপর দলীয় চাপ জোরালো হচ্ছে। এবার প্রকাশ্যে বাইডেনের প্রার্থিতা চ্যালেঞ্জ করেছেন তারই দলের দুই সিনেটর।
ভারমন্টের সিনেটর পিটার ওয়েলস দেশের স্বার্থে বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। বলেন, রিপাবলিকান ট্রাম্পের সঙ্গে বির্তকের পর বাইডেনের স্বাস্থ্য নিয়ে যে প্রশ্ন উঠেছে তা উপেক্ষা করা যাবে না। ভাইস প্রেসিডেন্ট কমলা হারিসকে তিনি যোগ্য প্রার্থী মনে করছেন।
এর আগে কলোরাডোর সিনেটর মাইকেল বেনেটও প্রকাশ্যে বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেন। জানান, ট্রাম্পের সঙ্গে লড়াইয়ে বাইডেনের বড় পরাজয়ের সম্ভাবনা দেখছেন।
এ নিয়ে দুই সিনেটর ও ৯ জন হাউস অফ রিপ্রেজেন্টেটিভের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান বাইডেনের প্রার্থীতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এছাড়া ডেমোক্র্যাটিক দলের শীর্ষ অর্থদাতা ও হলিউড অভিনেতা জর্জ ক্লুনিও বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানান।
গত মাসের শেষের দিকে ট্রাম্পের সঙ্গে বিতর্কে হোঁচট খাওয়ার পরে পুনরায় নির্বাচনে বাইডেনের শারীরিক ও মানসিক যোগ্যতা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে।
এএইচ
আরও পড়ুন