বাকৃবিতে নবীনবরণ ১৯ জানুয়ারি
প্রকাশিত : ১৭:৪৫, ১৫ জানুয়ারি ২০২০
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের নবীনবরণ আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এদিনে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেবে বিশ্ববিদ্যালয় পরিবার। বুধবার দুপুরে নবীনবরণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ড. মো. আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো জসিম উদ্দিন খান এবং রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়। এছাড়াও পরদিন ২০ জানুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।
কেআই/আরকে
আরও পড়ুন