বাগেরহাটে কাবুল মোল্লা হত্যা মামলায় ছোট ভাইসহ গ্রেফতার ৩
প্রকাশিত : ১৪:৫৭, ৩ এপ্রিল ২০১৯
বাগেরহাটের মোরেলগঞ্জে কাবুল মোল্লা হত্যার ঘটনায় তার ছোট ভাইসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার রাতে বরিশালের কালিজিরা ব্রিজের নিচ থেকে এদের আটক করা হয়। পরে আটকদের তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লোহার রড ও একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের আলতিবুরুজ বাড়িয়া গ্রামের আব্দুল গফফার মোল্লার ছেলে নিহত কাবুল মোল্লার ছোট ভাই বাবুল মোল্লা (৪৫), একই এলাকাল আব্দুল মজিদ হাওলাদারের ছেলে বাচ্চু হাওলাদার এবং মন্টু খানের ছেলে মুন্না খান (২৪)।
পুলিশ জানায়, প্রতিপক্ষকে ফাসাঁতে চলতি বছরের ২০ জানুয়ারি রাতে পরিকল্পিতভাবে দিনমজুর বড় ভাই কাবুল মোল্লাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। সকালে আলতিবুরুজ বাড়িয়া গ্রামের লাল মিয়া খানের বসত বাড়ির দক্ষিণ পাশে বেড়িবাঁধের উপর থেকে লাশ উদ্ধার করে মোরেলগঞ্জ থানা পুলিশ। ২২ জানুয়ারি নিহতের পিতা আব্দুল গফফার মোল্লা বাদী হয়ে ৪ জনকে আসামী করে মোরেলগঞ্জ থানায় একটি মামলা করেন। ২৮ জানুয়ারি মামলাটি পিবিআই, বাগেরহাটের কাছে হস্তান্তর করা হয়।
বাগেরহাট পিবিআই-এর পুলিশ পরিদর্শক (প্রশাসন) মো. মহসীন উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পিবিআই-এর উপ-পরিদর্শক মো. শহিদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হয়েছি। জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী আলতিবুরুজ বাড়িয়া গ্রাম থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লোহার রড ও ছুরি উদ্ধার করা হয়েছে।
একে//
আরও পড়ুন