ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে খানজাহান আলী মাজারে ৩ দিনব্যাপী মেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ১০ এপ্রিল ২০১৭

বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী মাজারে তিন দিনব্যাপী মেলা শুরু হয়েছে।

প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এ মেলা শুরু হয়। প্রায় সাড়ে ছয়শ’ বছর ধরে এ মেলা চলে আসছে। ধমর্-বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্তের পদচারণায় মাজার প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়। দেশীয় নানা বাদ্যযন্ত্র নিয়ে লালন, মুর্শিদী ও ভাটিয়ালী গান পরিবেশন করেন ভক্তরা। বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলায় বসানো হয়েছে সিসি ক্যামেরা; মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি