বাগেরহাটে ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ
প্রকাশিত : ২০:৩৮, ১১ আগস্ট ২০১৮
বাগেরহাটের মোরেলগঞ্জে ছেলে বাবাকে জবাই করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে নিহতের ছেলে লাল মিঞা হাওলাদারকে (৪৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কারণ পুলিশ জানাতে পারেনি। নিহতের বাড়ি জিউধরা গ্রামে। তার নাম ইউনুস হাওলাদার (৬৫)। নিহত ইউনুছ আলী আওয়ামী লীগের একজন বুনিয়াদি কর্মী ছিলেন বলে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান শিকদার জানিয়েছেন।
মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান ঘটনাস্থল থেকে জানান, শনিবার সকাল সাতটা থেকে সাড়ে সাতটার দিকে পারিবারিক কলহের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছি। তবে কি কারণে কেন লাল মিঞা তার বাবাকে হত্যা করল তা জিজ্ঞাসাবাদ করা হবে।
কেআই/ এসএইচ/
আরও পড়ুন