ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

বাগেরহাটে নানা আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন

বাগেরহাট  প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১১, ১৮ অক্টোবর ২০২৩

বাগেরহাটে নানা আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বরে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। 

পরে চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  
র‌্যালী ও আলোচনা সভায় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাথ খান, সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, মোঃ রাসেলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ বিভিন্ন দপ্তর ও সগঠনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এছাড়া দিবসটি উপলক্ষে সন্ধ্যায় শহরের এসিলাহা মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিকে জেলার প্রতিটি উপজেলা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে। দেপাড়াস্থ বেলায়েত হোসেনে ডিগ্রী কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মনিরা সাইদা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উপাধ্যক্ষ মোহাম্মদ হাসিবুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ খশুর আলম, কলেজ ছাত্রলীগের আহবায়ক ইমাম হাসান জেলাল। 

আলোচনা সভার শেষে দোয়া অনুষ্ঠিত হয়। শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি