ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

বাগেরহাটে বাসের ধাক্কায় নিহত ২

প্রকাশিত : ২২:২৮, ৩০ মে ২০১৯ | আপডেট: ২২:৩৭, ৩০ মে ২০১৯

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় পথচারী মনা বেগম (৬৫) এবং রানী (০৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খুলনা-বাগেরহাট মহাসড়কের দশানীস্থ সার্কিট হাউসের সামনে খুলনা থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাস ওই বৃদ্ধা ও শিশুকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত মনা বেগম সদর উপজেলার ডেমা গ্রামের তপেল শেখের স্ত্রী এবং রানী বাদামতলা এলাকার আলী আজম খানের মেয়ে। আলী আজম জানান, আমার দাদী শাশুড়ি (মনা বেগম) আমার মেয়ে রানীকে নিয়ে তাদের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। সার্কিট হাউসের সামনে আসার পড়ে বাসের ধাক্কায় ঘটনাস্থলে দুইজন মারা যায়।

বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক হারুন-অর-রশীদ বলেন, ‘বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাস পথচারী মনা বেগম এবং রানীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।’

এমএস/ এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি