বাগেরহাটে ৩ উপজেলায় আ. লীগের জয়
প্রকাশিত : ১৫:০১, ১ এপ্রিল ২০১৯
বাগেরহাটের ৯টি উপজেলার মধ্যে ৬টি উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধু তিনটি উপজেলায় নির্বাচন হয়েছে। উপজেলাগুলোতে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। মোল্লাহাটে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহিনুল আলম ছানা ৫৪ হাজার ৮৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী মোতাহার হোসেন মোল্লা ৩ হাজার ৫৭ ভোট পেয়েছেন। এছাড়া সেলিম রেজা পুরুষ ভাইস চেয়ারম্যান এবং রুবিয়া বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ফকিরহাট উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী স্বপন দাস ৭৪ হাজার ৯৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সমর্থিত হাতুরি মার্কার প্রার্থী নুর মোহাম্মাদ মোড়ল পেয়েছেন ১ হাজার ৩৭৯ ভোট।
মোরেলগঞ্জে উপজেলা আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. শাহ ই আলম বাচ্চু (নৌকা) ৩৫ হাজার ৬৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান বাবুল (কলম প্রতীক) পেয়েছেন ১৬ হাজার ৩ ৯৭ ভোট।
এদিকে জেলার ৯টি উপজেলার মধ্যে শুধু বাগেরহাট সদর উপজেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুধ পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদের মধ্যে উড়োজাহাজ মার্কার প্রার্থী খান রেজাউল ইসলাম ৩০ হাজার ১৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের সরদার মাসুদুর রহমান ১১ হাজার ৪৬৯ ভোট। এছাড়া চশমা প্রতিকে মো. আমিরুল ইসলাম ৭ হাজার ১৭২ এবং তালা প্রতীকে সরদার আব্দুল কাদের ২ হাজার ১৬২ ভোট পেয়েছেন।
এর আগে চেয়ারম্যান পদে বাগেরহাট সদর উপজেলায় সরদার নাসির উদ্দিন, কচুয়ায় এসএম মাহফুজুর রহমান, মোংলায় আবু তাহের হাওলাদার, শরণখোলায় কামাল উদ্দিন আকন, রামপালে মোয়াজ্জেম হোসেন, চিতলমারিতে অশোক কুমার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফকিরহাটে ভাইস চেয়ারম্যান পদে শেখ মোস্তাইদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তহুরা বেগম এবং সদর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিজিয়া পারভিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মোংলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ইকবাল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন্নাহার হাই বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কচুয়ায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো. ফিরোজ আহমেদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা সরোয়ার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রামপালে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নুরুল হক লিপন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হোসনেয়ারা মিলি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
শরণখোলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে হাসানুজ্জামান পারভেজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রহিমা আক্তার হাসি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
চিতলমারীতে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এসএম মাহাতাবুজ্জামান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেরা বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মোরেলগঞ্জে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোজাম্মেল হক মোজাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাহিমা খানম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, চতুর্থ ধাপে ১০৭ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার। এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত কোনও বিরতি ছাড়াই চলেছে ভোট গ্রহণ।
একে//
আরও পড়ুন