ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

বাঘের অস্তিত্ব রক্ষা না হলে বিপন্ন হবে সুন্দরবন

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:০৯, ২৯ জুলাই ২০২৩

‘বাঘ বেঁচে থাকা আমাদের হাতে। বাঘের জীবন রক্ষায় সুন্দরবন রক্ষা জরুরি। বাঙালির শৌর্য-বীর্যের প্রতীক বাঘ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাঘের অস্তিত্ব রক্ষা না হলে সুন্দরবন বিপন্ন হবে। বাঘ কেমন আছে সেটা দেখেই আমরা বুঝতে পারি সুন্দরবন কেমন আছে। বাঘের আবাসস্থল সুন্দরবন রক্ষায় সরকারকে আন্তরিক হতে হবে’। 

শনিবার (২৯ জুলাই) সকালে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মোংলা পোর্ট পৌরসভা চত্বরে ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের যৌথ আয়োজনে দিনব্যাপী কর্মসূচির র‌্যালিপূর্ব উদ্বোধনী সমাবেশে বক্তারা একথা বলেন।

“বাঘ করি সংরক্ষণ, সমৃদ্ধ হবে সুন্দরবন” স্লোগানে বিশ্ব বাঘ দিবসের উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়কারি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাবেক কেন্দ্রিয় সাধারণ সম্পাদক শরীফ জামিল। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার দীপংকর দাশ। 

উদ্বোধনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দিন, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়কারি সাংবাদিক নিখিল ভদ্র, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক শাকিলা পারভীন রুমা, মোংলা সরকারি কলেজের প্রভাষক শ্যামা প্রসাদ সেন ও প্রভাষক মাহবুবুর রহমান।  

উদ্বোধনী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের মোঃ হারুন গাজী, বাপা নেতা গীতিকার মোল্লা আল মামুন, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার কমলা সরকার, ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের নেতা ইস্রাফিল বয়াতি, পরিবেশকর্মী শেখ রাসেল, হাছিব সরদার প্রমুখ। 

প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, সরকার বন ও বন্যপ্রাণী রক্ষায় নানা প্রকল্প বাস্তবায়ন করছে। সাম্প্রতিক সময়ে সুন্দরবনে বাঘের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। বাঘের খাদ্য হরিণও সুন্দরবনে বৃদ্ধি পেয়েছে। 

পরে বাঘ দিবসে একটি র‌্যালি মোংলা শহর প্রদক্ষিণ করে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি