ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বাঙ্গালি যখন ভারতের সেরা মুখ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ২৯ জানুয়ারি ২০১৮

বাঙ্গালি নারী রাঁধতেও জানে। আবার খোপাও বাঁধতে জানে। এরই যেন উৎকৃষ্ট উদাহরণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ভারতের ২৯টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের মধ্যে এবার শীর্ষে অবস্থান করছেন বাঙ্গালি এ নারী।

ইন্ডিয়া টুডে সাময়িকীর চলতি সংখ্যায় এক জনমত জরিপে মমতা বন্দ্যোপাধ্যায় সেরা মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা কেবল পশ্চিমবঙ্গে-ই সীমাবদ্ধ নেই, তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্যে। এরই ধারাবাহিকতায় আপোসহীন এই নেত্রী উঠে এসেছেন পছন্দের তালিকায় সবার শীর্ষে।

শুধু তাই নয়, জনসংখ্যার দিক থেকে এগিয়ে থাকা বিহার, নয়া দিল্লী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীদের চেয়েও তিনি বেশ এগিয়ে আছেন। তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই আছেন বিহারের মুখ্যমন্ত্রী ও জনতা দলের অন্যতম প্রধান নীতিশ কুমার। মমতা পেয়েছেন ১২ শতাংশ ভোট। অন্যদিকে নীতিশ পেয়েছেন ১১ শতাংশ ভোট। এদিকে জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। পূর্বের জনমত জরিপে তিনি শীর্ষে অবস্থান করলেও এবার দুইধার পিছিয়ে যৌথভাবে আছেন তিন নম্বরে। অপরজন হলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সূত্র: ইন্ডিয়া টুডে
এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি