ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বাজারে এলো ২০০ টাকার নোট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ১৮ মার্চ ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের বাজারে প্রথমবারের ২০০ টাকা মূল্যমানের নতুন নোট ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ২০০ টাকার নতুন নোট বিনিময় শুরু হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের সব অফিস ও বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখা থেকে এ নোট সংগ্রহ করা যাবে।

এর আগে মঙ্গলবার ১৭ মার্চ জন্মশতবার্ষিকী ‌‘মুজিববর্ষ’ উপলক্ষে স্মারক ডাক টিকেট, ডাটা কার্ড ও স্মারক নোট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ১০ টাকার স্মারক ডাক টিকেট, ১০ টাকার কভার, ৫ টাকার ডাটা কার্ড, ১০০ টাকার স্মারক নোট ও ২০০ টাকার স্মারক ব্যাংক নোট, ১০০ টাকার স্মারক গোল্ড কয়েন, ১০০ টাকার স্মারক সিলভার কয়েক অবমুক্ত করেন তিনি।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি