ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

বাজার নিয়ন্ত্রণে রাখাতে টিসিবি

প্রকাশিত : ১৭:৩৩, ৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৩৩, ৫ সেপ্টেম্বর ২০১৬

টিসিবির ভর্তুকি মূল্যের পণ্যও লাগাম টানতে পারছেনা নিত্য পণ্যের বাজার। এজন্যে টিসিবির পন্য সরবরাহে অপ্রতুলতার কথা বলছেন সাধারণ মানুষ। তবে সব পণ্য সরবরাহ করা সম্ভব নয় জানিয়ে টিসিবি বলছে, বাজার নিয়ন্ত্রণে তাদের পদক্ষেপ এরই মধ্যে কাজে এসেছে। রাজধানীর ফার্মগেইটের খামার বাড়ির সামনের সড়ক। মাত্র ৫৫ টাকা কেজিতে চিনি, ৯০ টাকায় মশুর ডাল এবং ৮০ টাকা লিটারে সয়াবিন তেল পেতে সাধারণ মানুষের এমন ভিড়। ক্রেতারা বলছেন, কম দামে এসব নিত্য পন্য তাদের প্রয়োজন মিটলেও চাহিদার তুলনায় সরবরাহ খুবই কম। এদিকে রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, গেল এক সপ্তাহের ব্যবধানে মশুর ডালের দাম কেজি প্রতি প্রায় দশ টাকা কমে ১২০ টাকায় নেমে এলেও, চিনি ও ভোজ্য তেলের দাম কেজি প্রতি ২ থেকে ৩ টাকা বেড়েছে। টিসিবি বলছে, ঈদের আগে  বাজার নিয়ন্ত্রণে রাখাতে ৮ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ১৮২ ট্রাকে পন্য বিক্রি চলবে। এ সময়ে ৩০০ থেকে ৫০০ কেজি চিনি, ২০০ থেকে ৩০০ কেটি মশুর ডাল এবং ২০০ থেকে ৫০০ লিটার করে সয়াবিন তেল ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। ট্রাকের পাশাপাশি সারাদেশে টিসিবি প্রায় তিন হাজার ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি করছে বলেও জানান এই কর্মকর্তা। ্হনংঢ়;
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি