ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বাজার মনিটরিং শুরু করেছে ভ্রাম্যমান আদালত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ১৬ মে ২০১৭ | আপডেট: ১৮:০৪, ১৬ মে ২০১৭

রমজানে নিত্য পণ্যের বাজার সহনীয় রাখতে বাজার মনিটরিং শুরু করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
মনিটরিং-এর প্রথম দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলীর নেতৃত্বে একটি টিম নগরীর রিয়াজ উদ্দিন বাজারসহ বেশ কয়েকটি বাজার পরিদর্শন করে। এ’সময় মনিটরিং টিমের সদস্যরা ব্যবসায়ীদের দোকানে মুল্য তালিকা টাঙানোসহ বাড়তি দামে পণ্য বিক্রয় না করতে সর্তক করে দেন। অতিরিক্ত মুনাফা, মজুতদারী এবং ক্রেতা ঠকানোর চেষ্টা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও ব্যবসায়ীদের সর্তক করা হয়।







Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি