ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বাজেটকে বাস্তবায়ন যোগ্য ও বাস্তবভিত্তিক করার দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪২, ২৪ মে ২০১৭ | আপডেট: ১৯:২৬, ২৪ মে ২০১৭

সম্পূরক শুল্ক তুলে নেয়া হলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশংকা করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন আহমেদ। দৈনিক আমাদের সময় এর আয়োজনে, ২০১৭-১৮ অর্থবছরে বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি। এদিকে বাজেটকে বাস্তবায়ন যোগ্য ও বাস্তবভিত্তিক করার দাবি জানিয়েছেন বিশ্লেষকরা।
রাজধানীর তেজগাঁওয়ে ‘দৈনিক আমাদের সময়’ এর কার্যালয়ে প্রাক বাজেট আলোচনা সভায় ভ্যাট আইন কার্যকর করা নিয়ে, ব্যবসায়ীদের নানান শংকার কথা উঠে আসে। দাবী আসে, বহু স্তর বিশিষ্ট কর ব্যবস্থা চালুর।
এই দাবী, যথাপোযুক্ত নয় বলে, দ্বিমত প্রকাশ করেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন আহমেদ।
অর্থনীতির বিশ্লেষকরা বলেন, বাজেট প্রস্তাবনায় যাই থাকুক না কেন, বাজেটকে বাস্তবায়ন যোগ্য ও বাস্তবভিত্তিক হতে হবে।
ভ্যাট আইন নিয়ে ভোক্তা ও ব্যবসায়ীদের উপর তেমন কোন চাপ তৈরী করবে না বিধায়, এ নিয়ে উদ্বিগ্ন হবার কারণ নেই বলেই, মত অর্থমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির।
বাজেট আলোচনায়, বিশেষভাবে গুরুত্ব পায় শিক্ষার গুনগত মান বাড়ানোর বিষয়ে, বরাদ্দ বাড়ানোর।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি