ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাজেটের কাঠোমোগত ও গুনগত মান বাড়ানোর সুপারিশ সিপিডির

প্রকাশিত : ১৫:২৭, ১৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:২৭, ১৭ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

বাজেটের কাঠোমোগত ও গুনগত মান বাড়ানোর সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি। এজন্য প্রবৃদ্ধি, সামষ্ঠিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, আয়, ব্যায়, সংস্কার এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত বাজেট প্রনয়নের আহবানও জানিয়েছে তারা। রোববার রাজধানীতে বাজেট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য  বলেছেন, বাজেট হওয়া উচিত সক্ষমতার নিরিখে । আসছে অর্থবছরে বাজেটের আকার দাড়াতে পারে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। সিপিডির মতে দেশের আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় বাজেট আরও বড় হওয়া উচিত। কিন্তু গেল কয়েক বছেরের বাজেটে রাজস্ব আয় ও ব্যায়ের যে লক্ষ্য নির্ধারণ করা হয় শেষ পর্যন্ত অর্জন তার চাইতে অনেক কম। লক্ষ্য ও অর্জনের এ পার্থক্য বছর বছর বাড়ছে। চলতি অর্থবছরে প্রবৃদ্ধির হার সাত শতাংশ ছাড়ালেও সরকারের বেতন বৃদ্ধি এর বড় কারণ বলছে সিপিডি। কিন্তু গেল বছরে কর্মসংস্থান হয়েছে মাত্র ৩ লাখ মানুষের। বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাত্র ১৪ শতাংশ প্রকল্প যথাসময়ে শেষ হয়েছে। এ অবস্থায় টেকসই প্রবৃদ্ধির কথা বলছে সিপিডি। বিপিসি, বিজেএমসি এবং সরকারি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আয় ব্যায়ের হিসাব জনগনের কাছে তুলে ধরার দাবি জানিয়েছে সংস্থাটি। আর্থিক খাতসহ বিভিন্ন খাত সংস্কারে রিফর্মস কমিশন প্রয়োজন বলেও মত দিয়েছে তারা। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর উন্নয়ন কর্মকান্ডের সঙ্গে সরকারের উন্নয়ন বাজেট সমন্বয় প্রয়োজন বলেও মনে করে সিপিডি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি