ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪

বাজেটের প্রতিবাদে অর্থমন্ত্রীর পদত্যাগের দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ১১ জুন ২০১৭ | আপডেট: ১৯:৩৫, ১১ জুন ২০১৭

ব্যাংকে গ্রাহকের সঞ্চিত অর্থের উপর নানাবিধ করারোপ ও আবগারি শুল্কসহ জনস্বার্থ বিরোধী বাজেটের প্রতিবাদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগের দাবি জানিয়েছে সিটিজেনস রাইটস মুভমেন্ট।
সকালে রাজধানীর পুরানা পল্টনে সিটিজেন্স রাইট্স মুভমেন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ। এসময় বক্তারা, প্রস্তাবিত বাজেটের ঘোষিত জনবিরোধী করসমূহ বাতিল, ব্যাংকে গচ্ছিত গ্রাহকের ৫০ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্কের আওতামুক্ত রাখার দাবি করেন। বাজেট পুনঃপর্যালোচনাপূর্বক সংশোধনীর মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিখাত উন্নয়নসহ দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে বাজেটে বরাদ্দ বাড়ানো দরকার বলেও মনে করেন বক্তারা।  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি