ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বাজেটে বাড়তে বা কমতে পারে বেশ কিছু পণ্যের দাম

প্রকাশিত : ১৮:৩১, ২ জুন ২০১৬ | আপডেট: ১৮:৫৬, ২ জুন ২০১৬

২০১৬-১৭ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে শুল্ক কর পুনর্বিন্যাসের প্রভাবে বেশ কিছু পণ্যের দাম বাড়তে বা কমতে পারে। এনবিআরের প্রস্তাব অনুযায়ি, চাল আমদানিতে শুল্ক বাড়িয়ে দেশের কৃষককে সুরক্ষা দেয়ার চেষ্টা থাকছে বাজেটে। ৫ থেকে ১০ শতাংশ হারে শুল্ক বৃদ্ধির ফলে বাড়তে পারে বিড়ি, সিগারেট ও তামাকজাত পণ্য তৈরির সরঞ্জাম। শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে পেট্রোলিয়াম জেলি ও সিমেন্ট তৈরির কাঁচামাল সহ বেশ কিছু কৃষি পণ্যে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চাল আমদানিতে বাড়তি ১৫ শতাংশ শুল্ক বসিয়ে দেশীয় কৃষককে সুরক্ষা দেয়ার চেষ্টা করছে সরকার। আমদানি শুল্ক স্তরে পরিবর্তনের কারণে বাড়তে পারে কর্ন ফ্লাওয়ার, ফাইবার অপটিক ক্যাবল, বার্নিশ রিমুভার, ট্যালকম পাউডারের দাম। শুল্ক বাড়ানো হয়েছে আমদানীকৃত তামাকজাত পণ্য তৈরির সরঞ্জামে। কমতে পারে সিম ও স্মার্ট কার্ডের স্ক্র্যাপের প্রলেপ, ওয়াই-ফাই ও ওয়াইম্যাক্স ল্যান্ড কার্ড, ফায়ারওয়াল, পেট্রোলিয়ম জেলি, এলপিজি সিলিন্ডার, টায়ার-টিউব শিল্পের কাঁচামাল এবং ইলেক্ট্রনিক্স শিল্পে ব্যবহৃত ইউরিয়া রেজিনের দাম। দেশীয় মুদ্রণ শিল্পকে সুরক্ষা দিতে বাড়ছে আমদানি নির্ভর শিশুদের বইয়ের শুল্কও। এছাড়া ডাল, গম, ভোজ্যতেল ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যে ক্রয় ক্ষমতায় রাখতে সুবিধা অব্যাহত থাকবে। হাইব্রিড গাড়ি ও ওষুধশিল্পের জন্য শুল্ক রেয়াত সুবিধা অব্যহত রাখার প্রস্তাব রয়েছে বাজেটে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি