ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বাজেট পাশের পর দিনই বেড়েছে পণ্যের দাম   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৩, ২৯ জুন ২০১৮

বাজেট পাশের পর দিনই রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে সব ধরনের পণ্যের দাম। ক্রেতারা বলছেন, কর্তৃপক্ষের নজরদারির অভাবে নানা অজুহাতে পণ্যের দাম বাড়াচ্ছে বিক্রেতারা।

যদিও বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় আমদানির কম হওয়ায় দাম বেড়েছে। 

২০১৮-১৯ অর্থ বছরের বাজেট পাশ হওয়ার পরের দিনে রাজধানীর কারওয়ান বাজারে বেড়েছে কাঁচা পণ্যের দাম।

ক্রেতারা বলছেন, জাতীয় বাজেট অপব্যাখ্যার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। ভরা মৌসুমে সব ধরনের চাল বিক্রি হচ্ছে বাড়তি দামে। ভ্যাট আরোপের অজুহাতে ঈদের পর থেকেই কেজিতে ২/৩ টাকা করে বেশি দামে বিক্রি হচ্ছে ভারতীয় মিনিকেট চালের দাম।

চড়া মাছবাজারও। বর্ষায় ইলিশ মৌসুমের তোয়াক্কা না করেই ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৭শ থেকে ২ হাজার টাকায়। 

কুরবানির দুই মাস আগেই বেড়ে গেছে মসলা জাতীয় পণ্যের দাম। ধনে গুড়া, লবঙ্গ, দারুচিনিসহ প্রায় সব ধরনের মসলার দাম কেজিতে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

কেজিতে ৫টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ৩০ টাকায়। ঢেড়শ, বরবটি এবং শসা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা দরে।

গরুর মাংস কেজি ৪৮০ এবং খাসির মাংস কেজি ৮শ টাকায় বিক্রি হচ্ছে।

ভিডিও:

এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি