ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বাজেট পেশের পর স্থিতিশীল রয়েছে নিত্যপণ্যের বাজার

প্রকাশিত : ১০:৫৫, ৫ জুন ২০১৬ | আপডেট: ১০:৫৫, ৫ জুন ২০১৬

বাজেট পেশের পর স্থিতিশীল রয়েছে নিত্যপণ্যের বাজার। তবে, রোজা উপলক্ষে আগেই বেড়েছে চিনি ছোলা, ডালসহ বেশ কিছু পণ্যের দাম। এ’জন্য আমদানিকারক সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে, রমজানে এ’সব পণ্যের দাম আর বাড়বে না বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। প্রস্তাবিত বাজেটে অনেক পণ্যেরই ভ্যাটের হার বাড়ানো হয়েছে। বেকারি সামগ্রীসহ এর আগে ভ্যাটের আওতামুক্ত থাকা বেশ কিছু পণ্যের উপর এবার ভ্যাট বসছে। তবে, বাজারে এখনো এসব পণ্যের দাম বাড়েনি। অন্যদিকে, এলইডি বাতিসহ যেসব পণ্যের শুল্ক কমানো হয়েছে, বাজেট পাশের পর সেসবের দাম কমতে পারে বলে জানালেন ব্যবসায়ীরা। পণ্যের কর কাঠামোতে এবারের বাজেটে খুব একটা পরিবর্তন নেই। তবে, তামাকজাত পণ্যের শুল্ক বৃদ্ধি করায় বেড়েছে দাম। গুড়া দুধের দামও সামান্য বেড়েছে। রোজা উপলক্ষে বাজেট পেশের আগেই বেড়েছে চিনি, ছোলা, ডালসহ বেশকিছু পণ্যের দাম। এ’জন্য বাজেট নয়, আমদানিকারক সিন্ডিকেটের কারসাজিকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। এদিকে, টিসিবির তথ্য বলছে, দেশে বর্তমানে ১৪-১৫ লাখ টন চাহিদার বিপরীতে ১৮ লাখ টন চিনি, ৬০ হাজার টন চাহিদার বিপরীতে ৬৫ হাজার টন ছোলা মজুদ রয়েছে। স্থিতিশীল আছে এসব পণ্যের আন্তর্জাতিক বাজারও। ফলে দেশের বাজারে আর দাম বৃদ্ধির আশঙ্কা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রমজানে আমদানি নির্ভর নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে কয়েক মাস আগেই সরকারের পরিকল্পনা করা উচিত বলেও জানান এই দুই ব্যবসায়ী নেতা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি