ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাজেট প্রস্তাবের আগে বিপুল সংখ্যক রিকন্ডিশন্ড গাড়ি আমদানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ৩০ জুন ২০১৭ | আপডেট: ১৮:০০, ৩০ জুন ২০১৭

Ekushey Television Ltd.

বাজেট প্রস্তাবের আগে জাপান থেকে চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে বিপুল সংখ্যক রিকন্ডিশন্ড গাড়ি আমদানি করা হয়। বাজেটে শুল্ক হারে হেরফের হওয়ায় এবারো প্রত্যাশা অনুযায়ি লাভের আশা করছেন ব্যবসায়িরা। প্রতিটি গাড়িতে ৭০ হাজার থেকে সর্বোচ্চ ৭ লাখ টাকা লাভ হতে পারে বলে মনে করছেন তারা। রফিকুল বাহারের বিশেষ রিপোর্ট।
বাজেট প্রস্তাবের আগেই বিপুল সংখ্যক রিকন্ডিশন্ড গাড়ী আমদানি দেশে রেওয়াজে পরিণত হয়েছে। এবারও এর ব্যতিক্রম হয়নি। গাড়ি পরিবহনের সঙ্গে যুক্ত শিপিং এজেন্টরা জানিয়েছেন, মে মাসে নয়টি জাহাজে ৩ হাজার ৬শ’ গাড়ি আমদানি হয় দেশের দুই সমুদ্রবন্দর চট্টগ্রাম ও মংলা দিয়ে। এর আগের মাসে এপ্রিলে ১১টি জাহাজে গাড়ি আনা হয় ৪ হাজার একশ’টি। আমদানিকারক ও শো-রুম মালিকরা বলছেন, দুই বন্দরের শেড এবং ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন শো-রুমে প্রায় ২০ হাজার গাড়ি মজুদ রয়েছে।
আমদানিকারক ও শো-রুম মালিকদের সংগঠন বারবিডার নেতারা বলছেন, বাজেটে শুল্ক হার বাড়ানোর কারণে ক্রেতারা সুবিধা পাচ্ছেন না। এবারের বাজেটে হাইব্রিড গাড়িতে বিশেষ সুবিধা দেয়ার দাবি ছিল তাদের।
তবে, শেষ পর্যন্ত শুল্ক বৃদ্ধির সুবিধা পাচ্ছেন বিক্রেতারা।
ক্রেতারা জানিয়েছেন, বাজেট প্রস্তাবের কয়েকদিনের মধ্যেই প্রতিটি সাধারণমানের গাড়িতে দাম বেড়েছে লাখ টাকা পর্যন্ত।
গাড়ীর দাম যাতে মধ্যবিত্তের নাগালে আসে, বাজেটে সেই নীতি অনুসরণের দাবি সবার।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি