ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বাড়িতেই যেভাবে বানাবেন স্যানিটাইজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ১২ জুলাই ২০২০ | আপডেট: ১৫:৫৭, ১২ জুলাই ২০২০

বিশ্বব্যাপী গত সাত মাস ধরে দাপট দেখিয়ে চলছে করোনাভাইরাস। এখন পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণে ৫ লাখ ৬৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। কোভিড-১৯’র প্রথম থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্যানিটাইজারের উপর জোড় দিয়েছে। বারবার সাবান দিয়ে হাত ধোয়ার কথা বলে আসছে সংস্থাটি। অনেক ক্ষেত্রে সাবান-পানির ব্যবহার সম্ভব হয় না। তাই বাজারে এক সময় স্যানিটাইজারের সংকট ছিল, এখন এই সামগ্রিটির অনেক দাম। এই পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখতে বাড়িতে বানিয়ে নিতে পারেন স্যানিটাইজার। 

বাড়িতে বসে মানসম্পন্ন স্যানিটাইজার বানানো তেমন কঠিন কিছু নয়। এবার বিস্তারিত জেনে নিন...

কী কী লাগবে

• অ্যালকোহল, সার্জিকাল স্পিরিট, হাইড্রোজেন পারঅক্সাইডের মতো নানা উপাদান দিয়েই স্যানিটাইজার তৈরি হতে পারে।

• দোকানে আইসোপ্রোপাইল অ্যালকোহল সহজেই পাওয়া যায়।  স্যানিটাইজারের প্রধান উপকরণ হল অ্যালকোহল। কিন্তু কেনার সময়ে ৯৯ শতাংশ আইসোপ্রোপাইল অ্যালকোহল 
আছে কি না দেখে নেবেন। অ্যালকোহলের মাত্রার হেরফের হলেই স্যানিটাইজার কাজ করবে না। 

• আর লাগবে কিছুটা গ্লিসারিন বা অ্যালো ভেরা জেল। সুগন্ধের জন্য এসেনশিয়াল অয়েল বা টি ট্রি অয়েলও ব্যবহার করতে পারেন। 
 
তবে কয়েকটি শর্ত

• স্যানিটাইজার বানানোর আগে হাত পরিষ্কার করে গ্লাভস পরে নিতে হবে।

• হাতে কোনও রকম ক্ষত থাকলে স্যানিটাইজার বানানো থেকে বিরত থাকবেন।  

• যে পাত্রে বানাবেন ও রাখবেন, গরম পানি দিয়ে ধুয়ে তা জীবাণুমুক্ত করতেই হবে। 

• আগুন বা আগুনের কোনও উৎসের সামনে এটি তৈরি করবেন না। তাতে কিন্তু বিপদের আশঙ্কা থেকে যায়।

• নিরাপদ জায়গা বেছে নিয়ে সেই অংশটিকেও জীবাণুমুক্ত করে নিলে ভাল হয়। 

কীভাবে বানাবেন 

জেল বেসড স্যানিটাইজার
এটি বানাতে তিন ভাগ অ্যালকোহল আর এক ভাগ গ্লিসারিন বা অ্যালো ভেরা জেলের প্রয়োজন। দুই কাপ আইসোপ্রোপাইল অ্যালকোহলের সঙ্গে এক কাপ গ্লিসারিন মেশান। আবার গ্লিসারিনের জায়গায় অ্যালো ভেরা জেল ব্যবহার করতে পারেন। বারবার স্যানিটাইজার ব্যবহারে হাতের চামড়া খসখসে হয়ে যায়। তাই স্যানিটাইজারে অ্যালো ভেরা জেল থাকলে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। এবার আট থেকে দশ ফোটা এসেনশিয়াল অয়েল দিন। অ্যালকোহলের কটু গন্ধ নষ্ট করে মিষ্টি সুবাস আনতেই এসেনশিয়াল অয়েল ব্যবহার করা হয়। তিনটি উপাদান ভাল করে মিশিয়ে নিলেই তৈরি হবে স্যানিটাইজার। পাত্রে ভরে আধা ঘণ্টা রেখে দিন। তারপর ব্যবহার করুন। 

স্প্রে স্যানিটাইজার
এটি বানাতে তিন ভাগ আইসোপ্রোপাইল অ্যালকোহলের সঙ্গে এক ভাগ ডিস্টিলড ওয়াটার মেশান। সঙ্গে এক চামচ গ্লিসারিন ও আট থেকে দশ ফোটা এসেনশিয়াল অয়েল দিন। মিশ্রণটি তৈরি করে স্প্রে বোতলে ভরুন।

স্যানিটাইজার বানানোর পরে চিটচিটে হাতে তা ব্যবহার করবেন না। হাত পরিষ্কার করে ব্যবহার করুন। শুষ্ক ও ঠাণ্ডা তাপমাত্রায় রাখলে স্যানিটাইজার ভাল থাকে। সামান্য হাইড্রোজেন পারঅক্সাইডের ব্যবহার করলে স্যানিটাইজার অনেক দিন ব্যবহার করতে পারবেন। তবে বানানোর আগে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকা জরুরি এবং বানানোর নিয়মবিধি জেনে তবেই এ কাজে এগোবেন।  

সূত্র: আনন্দবাজার

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি