ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বাণিজ্যমেলার সময় বাড়লো ৪ দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৭, ২৮ জানুয়ারি ২০১৮

২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সময় আরও চারদিন বাড়ানো হয়েছে। ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বৃদ্ধি করা হয়েছে। আজ রোববার মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তা ও মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আব্দুর রউফ বিষয়টি জানিয়েছেন।

এর আগে তিনি জানান, মেলার সময় বাড়ানোর জন্য ব্যবসায়ীরা দশ দিনের আবেদন করেন। আমরা সে আবেদন বাণিজ্য মন্ত্রীর দপ্তরে পাঠায়। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে মেলার সময়  চার দিন বাড়ানো হয়েছে। আগামী একুশে ফ্রেব্রুয়ারীসহ বিভিন্ন কারণের ব্যবসায়ীদের সব দাবি পূরণ করা সম্ভব হয়নি। তবে শৈত্য প্রবাহের কারণে মেলায় দর্শনার্থী কম আসা ও ব্যবসায়ীদের বিক্রি কম হওয়ার বিষয়টি চিন্তা করেই এ চারদিন বাড়ানো হয়েছে।

গত ১ জানুয়ারি থেকে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হওয়ার নির্ধারিত সময় ছিলো ৩১ জানুয়ারি। সময় বাড়ানোর ফলে তা শেষ হবে ৪ ফেব্রুয়ারি (রোববার)।

 এবারের বাণিজ্য মেলায় ছোট বড় মিলিয়ে সর্বমোট ৫৮৯টি স্টল ও প্যাভিলিয়ন দেখা যায়। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির মোট প্যাভিলিয়ন ১১২টি। ৭৭টি মিনি প্যাভিলিয়ন ছাড়াও ছিলো ৪০০টি স্টল।

মেলায় ১৭টি দেশের মোট ৪৩টি প্রতিষ্ঠানের স্টল বা প্যাভিলিয়ন রয়েছে। এছাড়া দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে ২টি শিশু পার্ক, সুন্দরবনের আদলে একটি ইকো পার্ক।

আরকে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি