বাতিল হচ্ছে না এসএসসি পরীক্ষা
প্রকাশিত : ২১:৩৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৮
চলমান এসএসসি পরীক্ষায় একের পর এক প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছে। তাই এ প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল করা হবে কি না এ প্রশ্ন দেখা দিয়েছে। তবে একাধিক প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলেও পরীক্ষা বাতিল করার সুপারিশ করা হচ্ছে না বলে জানা গেছে।
পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের ভিত্তিতে রোববার বিকেলে পরীক্ষা মূল্যায়ন কমিটি দ্বিতীয় দফায় বৈঠকে বসবে বলে জানা গেছে।
বৈঠকে ঠিক কি বিষয় নিয়ে আলোচনা হবে এ সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কমিটির একজন সদস্য গণমাধ্যমকে জানান, প্রশ্ন ফাঁসের অভিযোগের ভিত্তিতে আমরা বেশ কিছু তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করেছি। ইতোমধ্যে তিন শতাধিক মোবাইল ও ফোন নম্বর আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে দেওয়া হয়েছে। তবে প্রশ্ন ফাঁসের অফিযোগে কোনো পরীক্ষা বাতিল করার সুপারিশ করা হচ্ছে না।
তিনি আরোও জানান, পরীক্ষা পদ্ধতি পরিবর্তন ও পরীক্ষা কেন্দ্রে আইন-শৃঙ্খলা জোরদারসহ বেশ কয়েকটি সুপারিশ প্রতিবেদন আকারে শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে।
এমএইচ/টিকে
আরও পড়ুন