বাদ পড়লেন আওয়ামী লীগের যেসব হেভিওয়েট প্রার্থী
প্রকাশিত : ১৯:৪১, ২৫ নভেম্বর ২০১৮
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হওয়ার জন্য মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে আওয়ামী লীগ। ইতোমধ্যে অনেকের হাতে চিঠি পৌঁছে গেছে। এবারের নির্বাচনে অনেক নতুন মুখ বেছে নিয়েছে আওয়ামী লীগ। সেক্ষেত্রে বাদের খাতায় নাম পড়ে গেছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী।
নির্বাচনে মনোনীত প্রার্থীদের মধ্যে যেসব হেভিওয়েট প্রার্থী বাদ পড়েছেন তারা হলেন- ঢাকা-১৩ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, জামালপুর-৫ আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, মাদারীপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও আওয়ামী লীগের অপর সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান।
জাহাঙ্গীর কবির নানকের আসনে মনোনয়ন পেয়েছেন সাদেক খান ও বাহাউদ্দিন নাছিমের জায়গায় স্থান পেয়েছেন ড. আবদুস সোবহান গোলাপ।
শরীয়তপুর-১ আসনে দলীয় মনোনয়ন পাননি আওয়ামী লীগের অপর সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কাযনির্বাহী কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু।
দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েছেন ফরিদপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান। এ আসনে মনোনয়ন পেয়েছেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মঞ্জুর হোসেন বুলবুল।
রোববার অনানুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এতে ২৩০ আসনের জন্য মনোনয়ন ঘোষণা করা হয়।
এসি
আরও পড়ুন