ঢাকা, শুক্রবার   ১৭ জানুয়ারি ২০২৫

বাদ-বিবাদে জড়িয়ে পড়তে পারেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ১৯ মার্চ ২০২২

রাশিফলের পক্ষে-বিপক্ষে, বিশ্বাস করা, না করা নিয়ে বিতর্ক রয়েছে বিস্তর। তারপরও প্রতিদিনি সকালে পত্রিকার পাতায় নিজের রাশিফল দেখার মতো মানুষ কম নেই। যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ড. মার্গারেট হ্যামিলটনের ভাষ্য, সংবাদপত্রে প্রকাশিত ৭০ শতাংশ রাশিফলে থাকে ইতিবাচক কথা। আর রাশিফল পড়ে মানুষ দৈনন্দিন জীবনের অনিশ্চয়তা, উদ্বেগ থেকে এক ধরনের মুক্তির পথ খোঁজে। তবে নানা কারণে জীবনে যেমন ব্যর্থতা থাকে, পাশাপাশি মেধা, কঠোর পরিশ্রম, অধ্যবসায়ের মাধ্যমে মানুষ নিজেই তার ভাগ্য গড়ে নিতে পারে।

মিলিয়ে নিন আপনার এ সপ্তাহের (১৯ মার্চ থেকে ২৫ মার্চ) রাশি…

মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল)
এ সপ্তাহে আপনার কাজেকর্মে কিছুটা শিথিলতা তৈরি হতে পারে। ফলে আলসেমী পরিহার করে গতি ফিরিয়ে আনুন। কোন সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা দেখা যায়। রাগ জেদ অভিমানে আপনার কাজকর্মের ক্ষতি হতে পারে। ফলে এগুলো পরিহার করুন। প্রচেষ্টা অব্যাহত রাখতে পারলে কাজেকর্মে উন্নতির লক্ষ্যন দেখা যায়। প্রেম রোমান্সে সাবধানতা মেনে চলা ভাল হবে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)
কাজেকর্মে উদ্যম আর উৎসাহ ধরে রাখতে পারলে ভাল করবেন। এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগাতে পারলে ভাল করবেন। দেহে পীড়া তৈরি হতে পারে, কাজকর্মে বাঁধা আসতে পারে। প্রেম বা দাম্পত্যে মতান্তর তৈরি হতে পারে। অহেতুক বাদ-বিবাদে জড়িয়ে পড়তে পারেন। নিজেকে সামলে রাখুন। দূর থেকে কোন বিভ্রান্তিকর তথ্য পেতে পারেন। মনের জোর ধরে রাখুন, প্রতিকূলতার সাথে যুদ্ধ করে এগিয়ে যান।

মিথুন (২১ মে-২০ জুন)
এ সপ্তাহে ব্যবসা বাণিজ্যে কিছুটা সফলতা আসতে পারে, চাকরিজীবীদের জন্য কর্মস্থলে বেশ ভাল পরিবেশ বজায় থাকবে। তবে শত্রু বৃদ্ধি পেতে পারে। চিন্তাগুলো দুশ্চিন্তার দিকে যেতে পারে। তবে সৎ বা ভাল বন্ধুদের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনাও যথেষ্ট। প্রেম বা রোমান্সে বিয়ের কথাবার্তা এগিয়ে আসতে পারে।

কর্কট (২১ জুন-২০ জুলাই)
একটু সাবধানে নিজেকে বুঝে সামলে চলুন। সতর্ক না থাকতে পারলে কাজেকর্মে ক্ষতির সম্ভাবনা রয়েছে। কাজকর্মে তেমন অগ্রগতি নাও হতে পারে। পরিবারে বা প্রতিবেশীদের সাথে অহেতুক বাদ-বিবাদে জড়িয়ে যেতে পারেন। বুঝে চলুন। প্রেম বা রোমান্স বা বন্ধুত্বে গতি হারাতে পারে। একটু বুদ্ধি করে চলুন। অযৌক্তিক বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ফেলুন। মনের জোর ধরে রাখুন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
এ সপ্তাহটা সিংহ রাশির জাতক-জাতিকার জন্য বেশ ভাল যেতে পারে। হাতে টাকা-পয়সা চলে আসতে পারে। চাকরিস্থলে মোটামুটি ভাল যেতে পারে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন তাদের জন্যও বেশ ভাল হতে পারে। ব্যবসায়ে লাভ যেমন হতে পারে তেমন নতুন কোন ব্যবসায়িক যোগাযোগও তৈরি হতে পারে। তবে নতুন কোন সমস্যা সামনে চলে আসতে পারে। প্রেম বা রোমান্সে চিন্তা বাড়তে পারে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আগত সপ্তাহে আপনার চিন্তা-ভাবনা দুশ্চিন্তায় রূপায়িত হতে পারে। তবে পুরানো পাওনা টাকা আদায়ের সম্ভাবনা আছে। তবে রাজ-জেদ-অভিমান দূরে রাখতে পারলে ভাল করবেন। রাগের কারণে কোন সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। শারীরিক সুস্থতার দিকে নজর রাখুন। কারও কারও মাথাব্যথা জাতীয় অসুস্থতা কষ্ট দিতে পারে। পরিবারে বাদ-বিবাদ বা অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। রোমান্সে সাবধানতা মেনে চলুন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
এ সপ্তাহে বেড়াতে যাওয়ার পরিকল্পনা বা বেড়ানোর সুযোগ তৈরি হতে পারে। ভ্রমণে উৎসাহ-উদ্দীপনা তৈরি হতে পারে। কাজেকর্মে মনোযোগী হতে পারলে ভাল করবেন। নানান সুযোগ আসতে পারে যার ফলে আপনার এগিয়ে যাওয়া বেশ সহজ হতে পারে। প্রেম বা রোমান্সে আনন্দ অনুভূত হতে পারে। বুঝে সামলে চলতে পারলে বেশ ভাল যেতে পারে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২২ নভেম্বর)
আপনার জন্য এ সপ্তাহটা বেশ আনন্দ হাসিখুশীর মাঝেই পার হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় কিছুটা ভাল, আপনার সাফল্য বাড়তে পারে। কারো কারো জন্য কাজেকর্মে পরিবর্তনের সুযোগ বাড়তে পারে। পরিবার পরিজন নিয়ে কেউ কেউ আনন্দ ভ্রমণেও যেতে পারেন। দূর দেশ থেকে কেউ কোন সুসংবাদও পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে কারো নতুন সুযোগ তৈরি হতে পারে।

ধনু (২৩ নভেম্বর-২০ ডিসেম্বর)
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য এ সপ্তাহটা ভালমন্দের মিশ্র প্রভাবে চলতে পারে। কাজেকর্মে নানারকম বাঁধাবিঘ্ন আসতে পারে। শরীরে কিছুটা দুর্বলতা বা অসুস্থতা তৈরি হতে পারে। বেশ অশুভ সময়। মনের কষ্ট বাড়তে পারে। ব্যয় বাড়তে পারে, প্রয়োজনে ঋণ গ্রহণ করার প্রয়োজন পড়তে পারে। সতর্ক না থাকলে পরিবারে বাদ-বিবাদে জড়িয়ে যেতে পারেন। অবশ্যই সাবধানতা মেনে চলুন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আপনার জন্য এ সপ্তাহটা কিছুটা বিব্রতকর হতে পারে। আপনার মনের চঞ্চলতা কিছুটা বেড়ে যেতে পারে। কাজেকর্মে কিছুটা শিথিলতা তৈরি হতে পারে। কর্মস্থলে আপনার অবস্থান বেশ কিছুটা দুর্বল মনে হতে পারে। বৈদেশিক লেনদেন বা বাণিজ্যে সাবধানতা মেনে চলুন, ভুল বা প্রতারণার শিকার হতে পারেন। প্রেম বা রোমান্সে প্রতারণার ভয় রয়েছে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
এ সপ্তাহে কুম্ভ রাশির জাতক-জাতিকার জন্য কিছুটা ভাল হতে পারে। তবে কারো কারো শারীরিক অসুস্থতা বাড়তে পারে। আপনার পেট বা পরিপাক যন্ত্রের অসুস্থতা বাড়তে পারে। কেউ কেউ ভ্রমণে লাভবান হতে পারেন। পাওনা টাকা আদায়ে অগ্রগতি ঘটতে পারে। রোমান্স জাতীয় ব্যাপার তেমন শুভ নয়। পরিবারে সুখ শান্তির পরিবেশ বজায় রাখতে চেষ্টা করুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মীন রাশির জাতক জাতিকার জন্য বলবো এ সপ্তাহটা আপনাদের জন্য তেমন ভাল নাও যেতে পারে। বুঝে সামলে নিজেকে নিজের মত করে পরিচালনা করুন। মনের কষ্ট তৈরি হওয়ার মত কোন ঘটনা আপনাকে বিব্রত করতে পারে। ব্যয় বৃদ্ধির সাথে সাথে ঋণও নেওয়ার প্রয়োজন হতে পারে। বৈদেশিক যোগাযোগে সাবধানতা মেনে চলুন। প্রতারণার শিকার হতে পারেন প্রেম বা রোমান্সে, সাবধানতা মেনে চলুন। নইলে বাধাবিঘ্ন বা সম্মানহানি ঘটতে পারে।

-ড. বিশ্বজিৎ হালদার


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি