বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো ঈদের ছুটিতে এখন ও মুখরিত
প্রকাশিত : ১৫:১১, ৯ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:১১, ৯ জুলাই ২০১৬
ঈদের ছুটিতে বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো এখন ও মুখরিত। প্রাকৃতিক সৌন্দর্য্য দেখতে প্রতিদিনই ভীড় জমাচ্ছে দেশি-বিদেশেী পর্যটক। ঈদের ১০ থেকে ১৫দিন আগে থেকেই শহরের বেশিরভাগ হোটেল-মোটেল, গেস্ট হাউজ, রেস্ট হাউজগুলো সাজিয়ে রাখা হয় পর্যটকদের জন্য।
ঈদের ছুটিতে প্রাকৃতিক সৌন্দর্য্যরে নীলাভূমি বান্দরবানের নীলাচল, নীলগিরি, শৈলপ্রপাত, বগালেক, মেঘলাসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভীড় জমাচ্ছেন পর্যটকেরা। ঝরঝড়ি ঝর্ণা-রিজুকসহ অসংখ্য ঝর্ণাধারা, মেঘলার ঝুলন্ত সেতুতেও চলছে দিনরাত ছোটাছুটি। চিম্বুক নীলাচলের বিস্তীর্ণ পাহাড়, আকাশ ও মেঘের মিতালীতে মুগ্ধ পর্যটকরা।
পর্যটকদের জন্য প্রতিটি হোটেলে এবার সুযোগ-সুবিধায় বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় পর্যটন স্পটগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পর্যটন কেন্দ্রগুলোকেও সুন্দরভাবে সাজিয়েছে জেলাপ্রশাসন।
উন্নত যোগাযোগ ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে বান্দরবানে পর্যটকের সংখ্যা আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন