ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বান্দরবানে ‘গোলাগুলিতে’ ৩ ডাকাত নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ৩০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১০:১৬, ৩০ সেপ্টেম্বর ২০১৮

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় তিন ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিজেদের মধ্যে গোলাগুলিতে তারা নিহত হয়েছেন বলে দাবি পুলিশের।

রোববার ভোর ৫টার দিকে উপজেলার বাইশারী এলাকার থ্রি-স্টার রাবার বাগানের পাশে দ্বিন মোহাম্মদের এলাকায় এ ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের আব্দুস সোবাহানের ছেলে আনোয়ার, কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকার নুরুল হকের ছেলে আব্দুল হামিদ ও সুপারিকাটা এলাকার সৈয়দ হোসেনের ছেলে মো. বাপ্পি ।

ওসি শেখ আলমগীর জানান, রোববার ভোর ৫টার দিকে ডাকাতি শেষে মালামাল ভাগভাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন ডাকাতরা। এতে গোলাগুলির পর তিনজন নিহত হন। পরে সেখানে তিনজনের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশগুলো উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি