ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বান্দরবানে গ্রাম ছাড়া ৫০টি পরিবার ফিরেছে নিজ ঘরে

প্রকাশিত : ১৬:০৭, ১৪ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:০৭, ১৪ জুলাই ২০১৬

বান্দরবানে চাঁদবাজদের অত্যাচারে গ্রাম ছাড়া ৫০টি পরিবার ফিরেছে নিজ ঘরে। তবে এখনো কাটেনি আতংক। গেল ৫ জুলাই রোয়াংছড়ি উপজেলার তালুকদার পাড়ার দুই দল সন্ত্রাসীর মধ্যে সংঘর্ষের পর ভয়ে গ্রাম ছাড়ে তারা। স্থানীয় প্রশাসন নিরাপত্তার আশ্বাসে ৬দিন পর ফিরে আসে তারা। কিন্তু এখনো হামলার আশংকা থাকায় স্থায়ী নিরাপত্তা ব্যবস্থার দাবি পরিবারগুলোর। বান্দরবানের প্রত্যান্ত জনপদ রোয়াংছড়ি। এই উপজেলার তালুকদার পাড়ার আদিবাসীদের ভয়ভীতি দেখিয়ে দিনের পর দিন চাঁদা আদায় করছে স্থানীয় দুটি সন্ত্রাসী দল। গেল ৫ জুলাই চাঁদার টাকা ভাগাভাগি আর আধিপত্য নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ বাঁধে। আতংকে ঘর ছাড়তে বাধ্য হয় সাধারণ মানুষ। আশ্রয় নেয় জেলা শহরের আবাসিক হোটেলসহ   বিভিন্ন জায়গায়। নিরাপত্তার দাবিতে পালন করে বিভিন্ন কর্মসূচি। স্থানীয় প্রশাসন নিরাপত্তা দেয়ার আশ্বাসে ঘরে ফিরে তারা। তবে তারা বলছে, এখনো হুমকি দিচ্ছে চাঁদাবাজরা। গ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানালেন প্রশাসনের কর্মকর্তরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি