ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বান্দরবানে পাহাড় ধসে নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ১৩ জুন ২০১৭ | আপডেট: ১৩:৩৬, ১৩ জুন ২০১৭

কয়েকদিনের টানা বর্ষনে ধস নেমেছে পার্বত্য জেলাগুলোর বিভিন্নস্থানে। বান্দরবানে পাহাড় ধসে নিহত হয়েছে ৪জন। পাহাড়ের পাদদেশে বসবাসকারী কয়েক হাজার পরিবার রয়েছে ঝুঁকিতে। এদিকে, সোমবার সন্ধ্যায় পাহাড় ধসে রাঙামাটিতে নিহত হয়েছে ২ শিশু। 

কয়েকদিনের বর্ষণে বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড় ধসে নিহত হয়েছে বেশ কয়েকজন।
গেলো রাত ৩টার দিকে প্রবল বর্ষণের কারণে কালাঘাটার কবরস্থানের পাশে এবং জেলে পাড়া এলাকায় ধসের ঘটনা ঘটে। এসময় কলেজ শিক্ষার্থী রেবা ত্রিপুরা মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় আহত হয় আরো ৩ শিক্ষার্থী।
জেলেপাড়ার নিখোঁজ মা ও মেয়েকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী।
এছাড়া বৃষ্টির কারনে ঝুকিতে রয়েছে বান্দরবানের বিভিন্ন এলাকা।

এদিকে, বান্দরবানের অধিকাংশ নি¤œাঞ্চল প্লাবিত হয়ে ২ হাজারেরও বেশি পরিবার পানিবন্দি রয়েছে। লামা, আলিকদম, রুমা এবং থানচি সড়কের বিভিন্ন অংশে পাহাড়ের মাটি ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এর আগে সোমবার পাহাড় ধসে রাঙামাটিতে নিহত হয় দুই শিশু। অতি বৃষ্টির কারণে রাঙামাটিতে পাহাড়ের পাদদেশে ঝুকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করে উপজেলা প্রশাসন।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি